রাত্রির দ্বিপ্রহর-
আমার চোখের মধ্যে একদণ্ড ঘুম নেই,-
কোন এক অজানা হাহাকার আমার চুতুর্সীমায় ঘুরছে ;
আমি উদবিগ্নতায় শয্যা ছেড়ে বাইরে বেরিয়ে এলাম
কারা কক্ষের মতো ক্ষুদ্র একটুকরো বেলকনিতে
পায়চারি করতে-করতে আকাশ দেখছি,-
আকাশের মধ্যে একখণ্ড মরিচাধরা চাঁদ জ্বলছে;
ভাঙা-ভাঙা জোৎস্নার আলোয় আলো-আঁধারি গোটা শহর।


অনুজ্জ্বল এই শহরের শূন্যে উড্ডীন আগন্তুক একঝাঁক
সামুদ্রিক সাদা পাখি ;
ওরা আমাকে দুর্দান্ত তিরস্কার করে বললো, - " তুমি কি কবি!
কেমন কবিতা লিখো? কার জন্য লিখো? কে'বা পড়ে তোমার কবিতা! "


আমি বললাম," আমি জানি না কে আমার মতো একজনকে
কবিতার দিকে নিয়ে এলো
তবে আমার কবিতা যদি কবিতা না-হয়
আমার লিখিত এবং উচ্চারিত প্রতিটি শব্দ,বাক্য
এদেশের অনাগত শিশু কিংবা ভবিষ্যৎ যোদ্ধাদের জন্য
যারা স্বৈরশাসকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে।"


উৎসর্গঃ কবি মার্শাল ইফতেখার আহমেদ।