কতো সংকটে দুর্যোগ রজনীর ভয়দ আধাঁর ছেদে!
উত্তাল তরঙ্গ-সিন্ধু-তরণ করেছে লক্ষ্যভেদে,-
বাংলার তরী-বঙ্গবন্ধুর তরী,ত্বরা বেগে ছুটে চলে,
দুলে দুলে বিশ্বের বুকে মানবতার পাল তুলে।


ছুটে তরী গর্জে- গর্জে ন্যায় সত্যের গেয়ে গান
শীর্ষে বেঁধে বিজয়ের-ধ্বজা ঐ জয়ের নিশান,
সাম্য-সুন্দর অসাম্প্রদায়িক চেতনায় ধন্য-ধন্য-ধন্য!
উন্নতি সমৃদ্ধি কল্যাণে বোঝাই করা দেশ ও জাতির জন্য।


রচনাঃ ০৬-০২-২০২১ খ্রিস্টাব্দ
দিরাই সুনামগঞ্জ।


উৎসর্গঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান