নিবিড় তিমির ফুঁড়ে কে এলে গো দীপ্ত জননী,
রশ্মিতে তুমার ফুটিল উষা ওগো প্রভা-তেজস্বীনি।
ওগো আলোর ঝরনা তপন-জায়া তপতী!
মুক্তির তাপসী-মুক্তির দূতী- দেশ-হিত-ব্রতী।


এলে শাশ্বত সাহসীনি রণ-বিজিতা,
বীর -সুতা বীর-ভার্যা গো বঙ্গমাতা।
বাঙালী নারীর আদর্শ দীপ্ত-মূর্তি
হে ধীমতী, জ্বালাতে তব ধী - জ্যোতি।


অন্ধ-তামস ভাঙা দূর্গে এলে পড়ে দীপ-কিঙ্কিণি,
এলে যুগ- সুলতানা, নারী শ্রেষ্ঠা দূরদর্শিনি।  
অন্ধকার বন্দিত জীবনে খুলিতে মুক্তির দরজা,
হে স্বদেশ মঙ্গল্যা বাংলার রত্নামনি বঙ্গ-ফিরোজা।