গ্রীষ্মের উষ্ণ অগ্নি-ক্ষর দহনে-
যবে প্রকৃতি দগ্ধ নিরুদ্ধ- নিশ্বাস,
তৃষ্ণাদীর্ণ বুকে অস্থির অশান্ত হুতাশ-
ভৈরব হর্ষণে,
আজি এলো বর্ষা  ফিরে।


দগ্ধ তৃন-ভুমিতে-
ধূলিধূসর রুক্ষতা মুছিতে,
স্নিগ্ধতার ডালি হাতে,
ক্ষুব্ধ উতলা পবনে,
আজি এলো বর্ষা ফিরে।


গগন আঁধার মেঘর কালি মেখে
বিজলীর দীপ্ত ঝলকে ঝলকে,
ঝরে অবিরাম ধারাবর্ষণে,
ধরণীর স্নিগ্ধ স্নানে ,
আজি এলো বর্ষা ফিরে।


কুঞ্জ-কাননে নব ফুল্ল ফুলের সুবাসে
তরু-লতিকার মহোল্লাসে
কোমল শ্যামল -সজীব সরসে,
নিসর্গ প্রকৃতি জেগেছে প্রানের শিহরনে,
আজি এলো বর্ষা ফিরে।


রোদ্র -ছায়ায় 'লোকা-লুকি',
কাদা-জলে মাখা-মাখি,
নদীর কলকল উচ্ছ্বাসে নবযৌবনে,
নতুনরূপে-নতুন সাঝে-অপরূপ লাবণ্যে,
আজি এলো বর্ষা ফিরে।