আজ বসন্ত আসুক,
এই আবেগহীন, প্রেমশূন্য, বিষন্ন-বর্ণহীন শহরে ;
রাশি-রাশি ফুল ফুটুক, -
পাষণ্ড পাথর আর নিষ্টুর হৃদয়হীন মানুষের বুকে চিরে;
ফুলে-ফুলে রঙিন হয়ে উঠুক -
ধূসর শহর এবং বেদনার্ত মানুষের ধুসরিমা জীবন,
মন্থর বেগে প্রবাহিত হোক,-
বসন্তের সুবাসিত স্বাচ্ছন্দ্যময় বিশুদ্ধ পবন।
শূন্যে উড়ে-উড়ে গান করুক-
বসন্তের পরিযায়ী কোকিলেরা সুরেলা মধুর স্বরে ;
আজ একটু হাসুক!
যত পথ-শিশু,উদ্বাস্তু, লাঞ্চিত-বঞ্চিত আছে এই শহরে।
সমস্ত শহরজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ুক, -
প্রভাতের অরুণ রবির রক্তিম রশ্মি ফলায় বসন্তের সুখ ;
আজ বসন্ত আসুক! বসন্ত আসুক! এই শহরে বসন্ত আসুক।