আমরা বাঙালীরাই পৃথিবীর শ্রেষ্ঠ চাষা
এই ভূখণ্ডের উর্বর ভূমিতে— যেভাবেই যা কিছু চাষাবাদ করি
ঢের ফলে — শস্য কিংবা দালাল ।



পৃথিবীর সবকিছু স্বয়ংক্রিয়ভাবে আমার বিপক্ষে যাচ্ছে;
কেননা সময়টা প্রচণ্ড স্বৈরাচারী হয়ে উঠেছে।



আমি অনেক বসন্তকে দগ্ধ হতে দেখেছি —
উত্তপ্ত গ্রীষ্মের নির্মম অত্যাচারে।



যে রাষ্ট্র যত বেশি দূর্নীতিগ্রস্থ — সেই রাষ্ট্রের বিধান সভা ততটাই সুশৃঙ্খল এবং জনপ্রতিনিধিগণ নম্র ও মার্জিত;
কেবল সাধারণ জনগণই উশৃঙ্খল, অসভ্য হিসেবে গন্য হয়।



একজন বোবা কবির আত্মার বিলাপিত ক্রন্দনধ্বনি
এই বসন্তে,বাতাসের সঙ্গে মিশে শোঁ-শোঁ শব্দে প্রবাহিত হচ্ছে— অব্যক্ত বেদনায়।



যেখানে আমি নিজেই আত্ম-উন্নীত নই ;
সেখানে কিভাবে আমার চিন্তায় আসবে—রাষ্ট্রের উন্নতি সাধনের কথা?