এটা কোন কবিতা নয়;


এটা কেবল তাদের জন্য লিখা যারা আজ জন্ম নিয়েছে,-
পুষ্পের মতো প্রস্ফুটিত সে-সকল সদ্যোজাত শিশুদের জন্য!


হে আজকের শিশু,
সোলালী শস্যের ন্যায় এদেশের স্বর্ণ-কোমল মাটিতে;
এদেশের আলো-বাতাস-জলে, সবুজ -শ্যামল পরিবেশে
একদিন তোমরা ধীরে ধীরে বেড়ে উঠবে -
হাঁটতে শিখবে, কথা বলতে শিখবে
তোমাদের স্ব- চোখে  অবলোকন করবে এদেশের নৈসর্গিক সৌন্দর্য।
আমি জানি সেদিন তোমারা প্রচণ্ডরকমভাবে এদেশের প্রেমে পড়বে!
স্বদেশের প্রগাঢ় প্রেমের উন্মত্ততায় কবিতা লিখতে চাইবে ;
কিন্তু সাবধান, ভুলক্রমেও তোমরা কবিতার দিকে অগ্রসর হয়োনা!
কাব্যচর্চা কিংবা কবি হওয়ার স্পৃহা হৃদয়ে পোষণ করো না।


কেননা এদেশের কবিগণ হতদরিদ্র ,ভীত এবং ক্ষুধার্ত!  
তবুও তাদেরকে চরমভাবে বিদ্রুপ করে কাকের সাথে তুলনা করা হয় ;
তোমাদের সূর্যের মতো হেমোজ্জ্বল, সমুদ্রের মতো সুবিশাল এবং সুবিস্তৃত সুন্দর ভবিষ্যতকে
অযথা কবিতার অন্ধকার গুহায় নিক্ষেপ করোনা!  


উৎসর্গঃ কবি আর ইসলাম।