আমি মৃত্যু, ক্ষয়, স্যাঁতসেঁতে মাটি কিংবা
একটি দীর্ঘ বিচ্ছেদেও - ভয় পাইনা!
কেবল তোমার রেখে যাওয়া স্মৃতিগুলো
বিষাক্ত সরিসৃপের মতো দংশন করে আমার আত্মায় ;


মহানন্দা, তুমি আবার ফিরে এসো অতীতের স্মৃতি-চিহ্ন
মুছে দিতে—নতুন করে আরেকটি ট্রাজেডি নিয়ে
এতে যদি আবার আমার স্বপ্ন রক্তাক্ত হয়,-তবে হোক!
যদি দগ্ধ নক্ষত্রের মতো আমাকে পুড়তে হয়- না হয় পুড়বো ;


কিন্তু তবু্ও তুমি ফিরে এসো!!