আকাশে আগুনের তীব্র লেলিহান,
বাতাসে বারুদের গন্ধ;
কবিতার উর্বর ভূমি এখন বিধ্বস্ত উপত্যকা ;


আজকে যে শিশুটি জন্ম নিয়েছে
সেই সদ্যোজাত শিশুটির মনে প্রশ্ন জাগে,—
আমি কোথায় জন্ম নিলাম!
যেখানে রাজনৈতিক দলগুলো কেবল নিজেদের স্বার্থের জন্য রক্তক্ষয়ী যুদ্ধ বাঁধায় এবং
আমাদের সেখানে নিক্ষেপ করে !  


বাঙালীর হাজার-হাজার বছরের ইতিহাস যেন বঙ্গপোসাগরের গভীর থেকে ফেনাইয়া উঠেছে দ্রোহে আর ক্রোধে ; আজকের শিশুদের অন্তরে —যুদ্ধের জন্য;
এবং জন্মের পরপরই তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ;
ওদের অন্তরে কোন ভয় নেই,- পরাজয় কিংবা মৃত্যুর
তেজস্কর সূর্যের মতো চোখে-মুখে ফুটে উঠে প্রচণ্ড সাহসী রশ্মি।


মৃত্যুর সম্মুখে ওরা অদ্ভুতভাবে হাসে -সুন্দর গণতান্ত্রিক হাসি!