আজ এই গোটা নগরী কালো ও ক্লান্ত  
আলো নেই,— ঘন অন্ধকারে ঢাকা অলি-গলি রাজপথ ;
সুনসান নীরব জনশূন্য- মানুষজন সব কোথায়?
কেউ ঘুমে বিভোর, কেউ আলোর খুঁজে নিখোঁজ,
কেউ ভূতের ভয়ে গৃহ বন্দি,— কেউ কেউ ভীতু সন্ত্রস্ত বিড়ালের মতো লেজ গুটিয়ে বসে আছে ঘরে;


কিন্তু এখন অন্ধকারের বিরুদ্ধে একটি বিপ্লবের প্রয়োজন;
এবং আমি সেই বিপ্লব চাই!


আমরা সমস্বরে জাতীয় সংগীত আবৃত্তি করে একটি নতুন বিপ্লবের সূচনা করবো।