দুর্দৈব সিঁদুরে মেঘাবৃত বাংলার ভাগ্যাকাশ!
একটি অভূত অনাগত দুর্যোগের পূর্বাভাস ;
একটি অপ্রত্যাশিত প্রাতেঃ ভেসে ভেসে আসে-
স্নিগ্ধ বায়ুতে মগজ পুড়ার বিষাক্ত শ্বাসে,
শুনতে পাই কাকলি-হারা পাখির কণ্ঠজ্বলা আর্তনাদ।


দেখি, অমিতাভ সূর্যের রশ্মিরাগ নিষ্প্রভ নিভন্ত ;
একটি অজ্ঞেয় অদৃশ্য অশুভ চক্র ক্রমাগত-
ছুটে আসছে বিধান সভার দিকে ক্ষিপ্র বেগের আবর্তে,
দশানন রাক্ষসেন্দ্র রাবণের মতো বিধান সভা গ্রাসিতে।