আমরা এই ছাপ্পান্ন হাজার বর্গমাইলের
ক্ষুদ্রক আয়ত বিশিষ্ট একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ডের অধিবাসী;
এটা আমাদের স্বর্গভূমি!
শুনেছি,-স্বর্গে কোন দারিদ্রতা নেই,দুঃখ নেই;
অফুরন্ত সুখ-শান্তি আর স্বাচ্ছন্দ্যে ভরপুর।
অথচ  আমরা এখানে  হতদরিদ্র ও ক্ষুধার্ত!
সীমাহীন দুঃখে -অসুখে- অস্বস্তিতে ভুগছি;
অবশ্য স্বর্গের ঈশ্বর সর্বদা জাগ্রত এবং নিদ্রাহীন-অনিদ্র।
আমাদের ঈশ্বর কোথায়?
দ্রষ্টা না দৃষ্টিহীন,জাগ্রত নাকি চির-নিদ্রিত?