এই কোলাহলময় লোকালয় থেকে—আমার
ইচ্ছে হয় নিজেকে লুকিয়ে রাখি হেমন্তের নির্জন মাঠে ;
যেভাবে চুড়ুই পাখি নিজেদের লুকিয়ে রাখে
চিন্তাহীনভাবে সবুজ ঘাসের মধ্যে ;


এখানে রাজনৈতিক দলগুলো মিছিলের মধ্যে  মিথ্যা স্লোগান
আর সভা—সমাবেশে মিথ্যা বক্তৃতা দিয়ে আমাদের ধোঁকা দিচ্ছে ;
এবং আমি তা জানি, তারা যে বসন্তের কথা বলছে
সে আসন্ন বসন্ত কেবল তাদের জন্যই স্বাচ্ছন্দ্য নিয়ে আসবে— আমাদের জন্য নয়!


আমি এই বসন্ত চাইনা!
আমি নিজেকে লুকিয়ে রাখতে চাই —হেমন্তের নির্জন মাঠে,
সবুজ ঘাসের নিচে, হয়তো আজ, এই বিকেলে, নৈঃশব্দে !!