আমি একজীবনে অসংখ্যবার কবিতা লিখতে চেয়েছি;


শৈশবে যখন একটি কুঁড়েঘরে কবিতার কথা ভেবেছি,
আমার মায়ের অনাহারী শুষ্ক মুখ এবং দরিদ্র পিতার ক্লান্তিকর দীর্ঘশ্বাস —
আমার কবিতার উদ্রেক ভাবনাকে প্রহৃত করেছে ;
আমি আর কবিতার কথা ভাবতে পারিনি।


কিন্তু প্রচণ্ড ক্ষুধার্ত চোখে আমি কবিতার মুখ দেখেছি — নিষ্পাপ মুখ!
শহরের সেন্ট্রাল স্কোয়ারে দাঁড়িয়ে আছে— নগ্ন শরীরে ;
তীব্র শীতে, ঘন কুয়াশার  ঘোর অন্ধকারে — রাত্রির মুখোমুখি।