একটি ফুল ফুটেছিল, -
কোন নান্দনিক পার্কে, মনোরম উদ্যানে
কিংবা বিশাল কোন অরণ্যের নয় ;
প্রস্ফুটিত হয়েছিলো আমাদের বুক ফেটে -
টকটকে টাটকা রক্ত ক্ষয় করে,
একটি দুর্লভ ফুল!


আমরা অর্ধশত বৎসর ধরে-হৃদয়ের উর্বর জমিতে
আমাদের সবটুকু আবেগ-অনুভূতি দিয়ে
প্রযত্নে পরিচর্চা করেছি,- এ-অবধি না-দেখেছি এই ফুলের সৌকুমার্য সৌন্দর্য,
না-পেয়েছি এই ফুলের শরীরের স্নিগ্ধ সৌরভী-সুবাস!


অবশ্য এটি ছিলো একটি রক্তক্ষয়ী ফুল ;
কিন্তু এখন এটি একটি গন্ধহীন-বর্ণহীন কাগজে ফুলের চেয়েও আরো সস্তা-সুলভ !