জানালার পাশে কিংবা একটি ক্ষদ্র ব্যালকনিতে দাঁড়িয়ে, -
হাতের মধ্যে কয়েক ফোঁটা বৃষ্টির জল নিলেই
বর্ষাকে উপভোগ করা যায়না!


বৃষ্টি স্নাত ফুলের শরীর না-ছোঁয়ে
কেবল দূর থেকে  দোল খাওয়া দেখে;
বর্ষাকে উপভোগ করা যায়না!


ঝিরিঝিরি স্নিগ্ধ বাতাসে  ভেসে আসা ফুলের সৌরভময় সুবাসে মাতাল না-হয়ে,স্বাভাবিক থেকে
বর্ষা কে উপভোগ করা যায়না!


বর্ষাকে উপভোগ করতে বাহিরে বেরিয়ে এসো, -
বাগানে,ছাদে, উঠোনে কিংবা ঘুমন্ত মাঠে-
বজ্রপাতের সম্মুখে;
যেখানে বিশ্বস্ত প্রেমিকার জন্য প্রস্ফুটিত একগুচ্ছ বর্ষার ফুল ;
এবং প্রেমিকের জন্য অনাকাঙ্ক্ষিত মৃত্যু একসাথে অপেক্ষায় দোল খাচ্ছে ;


বর্ষাতো এমনই স্বাধীনতার মতো
যৌবন-হারা নদীটির আবার ফিরে পাওয়া যৌবনের কলকল উচ্ছ্বাস-
অবাধে ছুটে চলা স্রোতের তীব্র গতি;

কিন্তু,গৃহবন্দি থেকে স্বাধীনতা কিংবা বর্ষার পূর্ণ-সুখ উপভোগ করা যায়না!