হে বন্ধু!  ওগো মোর নীলমণি-
দরদী দরাজ-হৃদয় সত্য সন্ধানী।
হে সহচর, আজি তব বিদায় ক্ষনে -
ব্যথা ফোটে বুকে অশ্রু ঝরে নয়নে।


হে দূরগামী পথিক!  কোন সূদুরে যাও,
কোন অন্ধকার ভেদিয়া  জ্বালতে চাও-
সত্য-জ্যোতি। ওগো আলোর পথ-যাত্রী-
ফেলে যাও পরোনো স্মৃতি সঙ্গের সাথী।


বন্ধু, যদি জানিতে যাবেই চলে দূরে,
তবে কেন বাঁধিলে ক্ষনিকের প্রণয় ডুরে!
নলিন-নয়নে চেয়ে চেয়ে  হেসে হেসে -
হৃদয়ে হৃদয় আর বাহুতে বাহুর আশ্লেষে।


বন্ধু, তোমা' বিধায় বেদনা বিধুর লগনে,
গুমরে কাঁদে মোর না-বলা কথা নিঃসঙ্গ বনে।
হৃৎ-মম সাথী-হারা বিহগের মত একাকী,
ভাঙা বেণুকার মত চেঁচা সুরে উঠে ডাকি।


হে বন্ধু ! হে বিদায়ী  বিদায়ের বেলা,
নিবেদিত মোর অশ্রু জলে গাঁথা মালা।


উৎসর্গঃ এম আবুল হোসেন শরীফ