আমি এই ভূখন্ডেই জন্মেছি,–
এখানে আমার পৈতৃক নিবাস,আমার চৌদ্দপুরুষের ভিটে -মাটি ;
অথচ এখানে আমি একজন শরণার্থীর মতো বেঁচে আছি–
নাগরিকত্ব সনদছাড়া।


কেননা যে নাগরিকত্ব আমার জান-মালের নিরাপত্তা নিশ্চিত করেনা ;
আমার স্বাধীনতা, আমার অধিকার, আমার স্বত্ব-স্বামিত্ব সংরক্ষণের ক্ষমতা রাখেনা ;
আমার মৌলিক চাহিদা খাদ্য-বস্ত্র চিকিৎসার  
দায়বদ্ধতা নেয় না ;


কেবল রাজনৈতিক সন্ত্রাসীরা শকুনির তীক্ষ নখের মতো আঁচড়ে দেয় আমার নাগরিক জীবন!


আমি এমন নাগরিকত্ব চাইনা!!