ক্ষুধার্ত হাঙরের ক্রোধে কেঁপে উঠে বিশাল সমুদ্র -
বনের গহীনে তান্ডব চালায় ক্ষুধার্ত চিতা বাঘ ;
অথচ আমরা এখানে প্রচন্ড ক্ষুধার্ত !
কিন্তু নিশ্চল এবং নীরব।
এই পৃথীবির স্বাধীন আকাশে উড্ডয়ন সমস্ত পাখিদের মধ্যে
আমরা যেন একঝাঁক পালকবিহীন-ন্যাড়া ও বোবা পাখি।
আমাদের কোন কথা নেই,কোন শক্তি কিংবা সামর্থ্য ;
অবশ্য আমরা নিজে থেকেই দুর্বল হয়ে পড়েছি!
আমাদের অব্যক্ত কথাগুলি ঘোরাফেরা করছে,-
কিছু সস্তা সংবাদপত্রে এবং স্যাটেলাইটে চ্যানেলের মধ্যে ;
বাসস্তুবিকভাবে আমাদের অন্তরে পুঞ্জীভূত ক্ষুধার  যে সুপ্ত ক্রোধ
ক্ষুধার্ত হাঙর কিংবা চিতা বাঘের চেয়েও তীব্র ভয়ানক
একটি অগণতান্ত্রিক রাষ্ট্র এবং একজন একনায়কের জন্য!!