মহানন্দা!
আর খুঁজতে যেওনা, জানতেও চেওনা,- কেমন আছি?
কোথায় আছি? আমি বাঁচি কিংবা নাই বাঁচি।
আদিম মানবের মতো এখন আমি যাযাবর ঠিকানাবিহীন
এক মানুষ; নীড়-হারা পাখি আর ঘর-ছাড়া বাউলের মতো উদাসীন।  
কেন, যে বারবার খুঁজতে আসো অকারণে?
রাস্তার ফুল কোনদিন কারো ব্যক্তিগত বাগানে-
মানায় না, কিংবা ড্রইংরুমের উন্নত ফুলদানিতে ;
এর জন্মই হয় শুধু মানুষের পদাঘাতে পিষ্ট হতে!
আমি ও তাই -
রাস্তার মানুষ, রাস্তায় শোভা পায়, ওখানেই আমার ঠাঁই!
ভুল করে তোমাদের সুশীল সভ্য মানুষের কাতারে -
দাঁড়িয়ে ছিলাম। তাই এমন অবহেলার ঠোকর খেয়ে ঘা করেছি সমস্ত অন্তরে।


নিম্ন শ্রেণীর মানুষদের রাস্তার কুকুর ভেবে, এভাবেই বুঝি আঘাত দিয়ে তারাও
আবার 'স্ট্রবেরি'-'লাভস্টার' বলে চুমু খেতে খেতে দামি সোফাতেও বসাও!
বুঝিনা,বড্ড অদ্ভুত তোমরা সুশীল সভ্য মানুষরা বহুরূপী গিরিগিটি!
ভিতরে জঘন্যতম নোংরা অথচ বাহিরে একদম  পরিপাটি।
যাই হোক, এই রাস্তার কুকুরেরা কিন্তু বিশ্বস্ত-নিঃস্বার্থ প্রাণী,
তোমাদের মতো স্বার্থের জন্য অন্যের প্রতি হিংস্র আক্রমণ বা হানাহানি -
করেনা। অবিশ্বস্ত-স্বার্থপর নয়! কারো বুকের গহ্বরে নির্মম আঘাত দেয়না।
বিশ্বাস করো! আঘাত দিয়ে বলছিনা -
আঘাত দেবার জন্য নয়,আঘাত পেতেই এই পৃথিবীতে জন্ম ;
আর তা মুখ বুঝে দায়িত্ব নিয়ে সহ্য করাটা আমাদের ধর্ম।
কারো প্রতি কোন অভিযোগ বা অনুযোগ নেই তাতে!
যা আছে সে আমার অভিমান,ঐ বোবা ঈশ্বরের সাথে!
মহানন্দা,
রাত যত গভীর থেকে গভীর হতে থাকে বুকের গহীনে সুষুপ্তিময় ব্যাথাগুলি -
জেগে উঠে মৃত্যু যন্ত্রণায়।তাই লিখতে গিয়েও পারছিনা অব্যক্ত দুঃখের কথা-কলি।
শুধু শেষেবারের মতো বলছি,-ভুলে যেও,মুছে দিও আমার সমস্ত স্মৃতি ;
জীবন আমার যত দুঃখের-ই হোক, তবুও আর খুঁজোনা ভালো থেকো, ইতি।