সই লো নিশীথিনী!
কা'র দেওয়া গোপন ব্যাথা লো অভিমানিনী?
চাপায়ে রাখিস বুকে।
অভিমানে আঁধারের ঘোমটা পড়ে মুখে,
লুকিয়ে কাঁদিস লো অভাগী!
জাগিয়া জাগিয়া ঐ চাঁদের ও লাগি-
লো চাঁদ-প্রিয়া।
উদে কি ওই নির্দয় চাঁদ গগনে?ফুটে কি তার জোছনা?
সই লো মান ভাঙাতে তোর টুটিতে অভিমান-
লো চাঁদ-সঙ্গীনি!  
যার বিরহ-শোকে কাতর লো তুই বিরহীনি,
হায় লো চাঁদ-সোহাগীনি!
আর কত কাঁদবি লো সই হারায়ে চাঁদ জরিয়ে আঁধার-
লো সই বিরহী চির অভাগী!