হে যুবক, হে তেজস্বী প্রাণ-
হে সম্ভাবনার দীপ্তিমান।
কোথায় তুমি? আজ কোথায় তোমার চেতনা!  
দেশ-জাতি সকলে খুঁজে তব; তুমি সকলের কাছে অজানা।
দিকে দিকে খুঁজে পেল তোমা' কিন্তু পেলনা
তোমার তেজী আলোর কিরণ,
অন্ধকারে নিমজ্জিত তুমি তোমার এতো অধঃপতন!
আজি তুমি নব রূপে নতুন ভাবে উন্মেষ,
সকলে হেরে তোমার মাঝে ধ্বংস-নিঃশেষ।


আজ তুমি ত্রাস!
স্টেনগান হাতে রাজপথের সন্ত্রাশ ,
মহাভয় তুমি জাতির-দেশের মহাত্রাস।
তুমি পিতার অবাধ্য সন্তান নেশায় আসক্ত-
সেবিছ সব নেশার দ্রব্য তুমি মাদকাসক্ত,
তুমি বিষাক্ত! তুমি সমাজের বিষ তিক্ত-
তুমি 'ইভটিজার',তুমি ধর্ষক,নারীর আতঙ্ক,
তোমার মধ্যেই জাগ্রত হ'লো পশু-আত্মা;তুমিই আজ ঘাতক।
ধিক্কার! ধিক্কার তোমায় ! ধিক্কার তোমার চেতনা!
তুমি যৌবনের কলঙ্ক, অভিশপ্ত ;সকলে করিছে ঘৃনা।


ইহা কি কাম্য!
বন্ধু,পরিত্যাগ করো সব; শুদ্ধ হও গঙ্গা-স্নানে গঙ্গার গায়,
জ্বলে উঠো! উঠো জ্বলে! হে যুবক আপন শিখায়।
তুমি তেজোময় তেজস্বী আলোক বাতি,
তোমার পানে চেয়ে আছে আজ পুরো জাতি।
তুমি স্বপ্নদ্রষ্টা এই দেশের আগামীর-ভবিষ্যৎ,
তুমি এ দেশের রূপায়ন উন্নয়নের রথ।
শোন এ মিথ্যা নহে "শ্রেষ্ঠ যৌবনের আরাধনা,
সপ্তাকাশে বসে স্রষ্টাও চাহে তোমার ভজনা।"