সন্ধ্যা ঘনিয়ে এলো —
সূর্য ধীরে-ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে পশ্চিমাকাশে ;
তুমি বলেছিলে,—একগুচ্ছ লালপদ্ম নিয়ে খুব শীঘ্রই আসবে;
আমি সেই কবে ভোর থেকে এ-অবধি অপেক্ষায়-উদ্বিগ্ন
হয়ে ঘরে-বাইরে পায়চারি করছি ;
মহানন্দা, তুমি কবে আসবে!
এদিকে সূর্য ডুবে যাচ্ছে —যুদ্ধ এখনো শেষ হয়নি
আমাদের সৈন্যরা এখনো সমতলে ছড়িয়ে-ছিটিয়ে আছে,
সংগ্রামে এখনো আমরা জয়ী হতে পারিনি ;
নেতারা এখনো আমাদের সাথে শান্তি চুক্তিতে স্বাক্ষর করেনি;
আমাদের জনগণ এখনো একটি দুঃখের নদীতে  ভাসছে!


তুমি শীঘ্রই ফিরে এসো, —দিগন্তে খুব দ্রুত অস্ত যাচ্ছে সূর্য।