আমাদের শরীরে যেন পর্যাপ্ত পরিমাণ রক্ত নেই,-
অন্তত যেটুকু প্রয়োজন হয় একটি মানব দেহে বেঁচে থাকার জন্য;
আমরা রক্ত রক্তস্বল্পতায় ভুগছি -
প্রজন্ম থেকে প্রজন্ম ধরে।
দুঃস্বপ্নের মতো ধুসর অতীত অতিক্রম করে এসেছি
কেবল রক্ত ছিটিয়ে।
আমাদের রক্ত চুষে নেওয়ার একটি সুদীর্ঘ ইতিহাস আছে, -
রক্তলিপিতে লিপিবদ্ধ রক্তাক্ত গ্রন্থে।  


এখন-ও আমাদের রক্ত চুষে নেওয়া হচ্ছে, -
"নাগরিক সেবা" নামক প্রতিটি রক্ত- সংগ্রহগার থেকে
ঘুষের অভিনব সিরিঞ্জের সূক্ষ্ম-তীক্ষ্ণ সুই দিয়ে ;
অবশ্য রক্ত দিতে-দিতে আমাদের সমস্ত শরীর এখন ফ্যাকাসে
আমরা যেন রক্তশূণ্য অর্ধমৃত এক জাতি!