আজকে সখী রাঙাবো তোকে বসন্ত ফাগে,
সু-পর্ণ কৃষ্ণচূড়ার রঙিন রক্ত-রাগে।
সাজাবো তোকে বসন্তের পুষ্প-মঞ্জুল বর্ণে,
যে ফুল ফুটেছে আজ আমার মনের বনে।


হলদে গাঁদায় বাঁধবো তোর কেশ-কবরী,
নাসা রন্ধ্রে বিঁধবো লো বীরুৎ ফুলের কুঁড়ি।
কানে দেবো কর্ণ ভূষন—হিরণ্য লতিকার,  
কণ্ঠে পড়াবো কিংশুক ফুলে গেঁথে হার।


চরণে দেবো চিরহরিৎ পাতার নুপুর, হাতে দেবো কঙ্কন,
বসন্ত কুসুম-বাহারি রঙে রাঙাবো লো তোর দেহ-মন।
সখী, আজ এই অশান্ত গন্ধ-মত্ত বসন্ত বাতাসে,
কুঞ্জবনের রঙিন নেশায় যা লো তুই মিশে।