সেদিন বইছিলো থোকা-থোকা উদ্দাম হাওয়া  
বৃক্ষ শাখে কণ্ঠজ্বলা অজস্র পিকের চাপা-বিলাপ;
অথচ সেদিন বসন্ত ছিলো,
রঙিন রক্তছটা প্রভাতে-
উত্থিত সূর্যের রক্তিম আভায় আরক্ত ছিলো
সমস্ত আকাশ।
চিরহরিৎ বাংলার ঘাস-লতা-পাতা
আরো বেশি রঙিন হয়ে উঠেছিলো মঞ্জিষ্ঠা রঙে;
কিন্তু তা বসন্তের রঙে নয়!
সেদিন ছিলো একুশে ফেব্রুয়ারি
মাতৃভুমির জন্যে,মায়ের ভাষায় কথা বলার জন্যে,
বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তান,
ভাষা-বীর রফিক-সালাম-বরকত
বুকের টুকটুকে টাটকা রক্তে রাঙিয়ে ছিলেন,-
গোধুলি আকাশ, ফুল ও বসন্তকে লাল রক্ত-রাগে।