এসেছিলে শুধু  তুমি প্রাণ ভরে প্রেম ডারিতে,  
আজিকে কেন চলে যাও আর্দ্র-নয়নে শূন্য হাতে?
উত্তপ্ত মরুর বুক চিরে ফুটিয়ে প্রেম মঞ্জিমা।।


মেঘের আঁধারে আড়াল করে হৃদয়ের-ব্যাথা,
গম্ভীর মন্দ্রে বেজে উঠে তব অনুক্ত কথা।
তবু হেসে যাও- শুধু হেসে যাও  প্রিয়তমা।।


ব্যাথার পাথর চেপে বুকে নীরবে কেঁদে নিশিতে,
দীপ্তোজ্জ্বল হাসি হয়ে ফোট সকলের মাঝে প্রভাতে।
আঁধারে ঢেকে নিজেকে দিয়ে যাও পূর্ণ পূর্ণিমা।।


সখী, ঝরা পাতার মত ঝরিয়ে ফেলে আপন আকাঙ্কা-
প্রিয়জনের হৃদয়ে ফোটাও বসন্তের প্রেম-কলিকা।
রঞ্জিত করে সমুদয় আপনি মেখে যাও কালিমা।।


তব ব্যাথিত আঁখির অশ্রুনীর বর্ষণ হয়ে ঝরে নির্ঝরী ঢলে,
এই বেদনার বান প্রবল বেগে বহে গো মহানন্দার কূলে।
ভেসে যাও একাকী অনন্ত বেদনার প্লাবনে অসীমা।।



উৎসর্গঃ মিসেস হুমায়রা কোরেশী শাপলা