আমাদের বুদ্ধিজীবীরা ঘরের মধ্যে মাথায় শিরস্ত্রাণ
পরে বসে আছেন—স্যাটেলাইট চ্যানেল ডিসকভারিতে ‘ওয়াইল্ড এনিম্যালস’
বন্যপ্রাণীদের খেলা কিংবা যুদ্ধ দেখছেন!
অথচ সাধারণ নাগরিক রাস্তায় খালি মাথায়
ভাত ও ভোটের অধিকারের জন্য বিক্ষোভ করে বুলেটবিদ্ধ হচ্ছে ;


এখানকার কবিগণ কেউ-কেউ রবীন্দ্র চর্চায় মগ্ন এবং
কেউ-কেউ স্বৈরশাসকের প্রশংসায় স্বৈরতন্ত্রের পক্ষে কবিতা লিখছেন;


স্থানীয় গণমাধ্যম— স্যাটেলাইট চ্যানেলগুলি কেবল মজাদার খাবারের রেসিপি,
বিদেশি ভাষা শিক্ষা,ফ্যাশন ডিজাইন এবং কার্টুনের  প্রোগ্রাম প্রচার করছে ;
এবং জাতীয় দৈনিক পত্রিকাগুলো তথাকথিত চলচ্চিত্র তারকাদের
সাক্ষাৎকার নিতে ব্যস্ত!


হয়তো খুব শীঘ্রই দেখতে পাবেন— বিবিসি, আলজাজিরা
সিএনএন ইন্টারন্যাশনাল চ্যানেল এর মতো বহু আন্তর্জাতিক গণমাধ্যম আমাদের নিয়ে বিশেষ প্রতিবেদন প্রচার করবে—
এখানে আমরা কতটা অভাবগ্রস্ত, শঙ্কিত এবং ক্রোধান্বিত ;
ভাবছি —কে হতে পারে পরবর্তী নির্যাতনের শিকার
গ্রেনেড কিংবা পেট্রোল বোমায় হতাহত।


উৎসর্গ : বাংলাদেশি লেখক, ঔপন্যাসিক, কবি, চিন্তাবিদ ও গণবুদ্ধিজীবী আহমদ ছফা- কে।