ভাবনা গুলো আবছা লাগে ঝাপসা লাগে
              ভাবছি বসে তাই,
      তাইরে নাইরে,নাইরে তাইরে
            দিন যে বসে নাই।
       মায়ের কোলে বাবার পাশে
         তাই ধিনা তিন ধিন.
  ছোঁ দিয়ে বোন নিয়েই দৌড়
      তিন ধিনা তিন ধিন।
  দাদীর কোলে দাদার পিঠে
         নানা নানী নাই,
  মামা মামীর কোলে পিঠে
     তাধাই তাধাই তাই।
রাজার ঘোড়া দৌড়ে চলে তেপান্তরে
     নাই কোন দিন রাত,
হঠাৎ করে চমকে গেলাম,থমকে গেলাম
         কে ধরিল হাত।
আচমকাতে খটকা লাগে, ঝটকা দিলাম
      পাশ ফিরে কেউ নাই,
ভাবনা গুলো বাঁধছে দানা কইতে মানা
       তাইরে নাইরে নাই।
বুনো শেয়াল বন বাদাড়ে শানের ঘাটে
         হুয়া হুয়া কিক্কীহুয়া,
এমনি ভাবে অনেকটা দিন পেরিয়ে গেছে
    অজান্তে মুই খেলছি জুয়া।
পড়া লেখার পাঠ চুকিয়ে হাত গুটিয়ে
       তেপান্তরে যাত্রা দিতে,
মা যে আমায় কলার ধরে বকুিন দিয়ে
   বাবাকে বলে সামলে নিতে।
হঠাৎ করে কোমল হাতে, মধুর স্বরে
             কে যেন আজ
একটুখানি ঠাই করে দাও হৃদয় মাঝে
          নাই কোন লাজ।
তেপান্তরের একলা পথিক, চলছি আমি
            আবছা লাগে,
      কার ছোয়াতে কার দোয়াতে
    হৃদয় মাঝে কীসুর জাগে।
  ছোট্র খুঁকি উঁকি ঝুঁকি কান্না হাসি
            কোলের মাঝে,
একে একে দিন কাটিল যুগ পেরুল
     ভাবিছ বসে সকাল সাঁঝে।
মা বাবা আজ লোকান্তরে হারিয়ে গেল
           আমায় ফেলে,
কপাল থেকে ঘাম মুছে দেয় নকল বাবা
             হেসে খেলে।
সব কিছু আজ হারিেয় গেল পালিয়ে গেল
            আমায় ফেলে,
তবুও আমি এগিয়ে গেছি অনেকটা পথ
            হেসে খেলে।
শুরু থেকে আজ অবধি হিসাব নিকাশ
            কেমন যেন,
ভাবছি বসে একা একা বিধির লীলা
             কিন্তু কেন?