নকল নকল বলে সোনা চান্দী এক দর
কাহাকে কহিব আমি ভাবি তাই দিনভর।
কবিতা লিখিলে বলে একটিং নজরুল
গানের সুরেতে রবি মিশে তাই মশগুল।
চলিত গদ্য রীতি প্রমথের পাতা ভার
ছন্দে সত্য বাবু কীভাবে পাইব পার?
সনেট লিখিতে মধু মিশে নাকি হয় ভুল
কীভাবে লিখিব আমি ভাবিয়া পাইনি কুল।
আধুনিক কবিতাতে শামসুর রহমান
তত্বে লালন সাঁই সেতো চির বহমান।
নতুনের নাই পদ চলি মোরা গড়ায়ে
পুরানো বেড়াজালে যাই নাকি জড়ায়ে।
অনেক ভেবেছি আমি সব কাজে প্রতিবাদ
কাজের নইতো কাজী কীভাবে পাইব স্বাদ।
চারিদিকে শুধু গোল, গোল গোল দুনিয়া
জাত মান সবি যাবে নিরবে তা শুনিয়া।
আসলে আসল কারা? আসলের নাই শেষ
আসলের বেড়াজাল রসাতরে পরিবেশ।