আমার ভাঙ্গা ঘর
  মোঃ আব্দুল জলিল


বৈশাখ মানেই দারুন খরা
বৈশাখ মানেই ঝড়,
বৈশাখ এলেই মনের মাঝে
লাগে অনেক ডর।


বৈশাখ মাসে ওই আকাশে
দেখে মেঘের সাজ,
ভয়ের মাঝে থাকি আমি
কি জানি হয় আজ।


ঝড় বৃষ্টিতে পড়ে পানি
আমার ভাঙ্গা ঘরে,
সেই ঘরতে বসত করে
মা বাবা সবে।


আমার তো ভাঙ্গা ঘর
সেথায় থাকে বাবা-মা,
বৈশাখী ঝড়ে যদি ভাঙ্গে
আমার ভাঙ্গা ঘর খানা।


আমি তো এক হতভাগা
না পারলাম মা-বাবারে দিতে
একটু খানি সুখ।


না পারলাম দিতে তাদের
ভালো ঘর কিংবা খানা,
আল্লাহ তুমি রক্ষা কর
আমার ভাঙ্গা ঘর খানা।।।