বানের জল
মোঃ আব্দুল জলিল


আষাঢ় মাসে বৃষ্টি পড়ে
ভেঙ্গে গাইছে গান,
ব্যাঙের গানে বানের জল
বাইছে যে উজান।


বানের জল উজান বেয়ে
ভরে গেছে খাল বিল,
জলে এখন থই থই করছে
নদ-নদী খাল বিল।


জলের মাঝে টেংরা পুঁটি
করছে যে কিল কিল,
তাই দেখিয়া জেলে এখন
হাসছে যে খিল খিল।


টেংরা পুঁটি বলছে দোস্ত
পালাবি এখন কই,
জেলের হাতে ধরা পড়লে
মারা যাব মোরা ওই।
বেজবে মোদের হাটবাজারে
বাঁচার উপায় কই।।।