হায়রে অবুঝ মানব
   মোঃ আব্দুল জলিল


হায়রে অবুঝ মানব
খুজলি না তোর রব।
খুজলি না তোর বাবা মা,
খুজলি দুনিয়ার সব।


খুজবে তুমি রব
যে দিন হারাবে সব।
সে দিন খোজে লাভ হবে না,
ঔ রবের কাছে।

কি কাজ করছো তুমি
ঔ রবের জন্য।
নামাজ রোযা ছেরে তুমি,
ছোটছু দুনিয়ার পিছে।


কি জবাব দেবে তুমি
ঔ রবের কাছে।।।