জ্যৈষ্ঠ মাসে ফলের সুবাস
    মোঃ আব্দুল জলিল


বৈশাখ গেল জ্যৈষ্ঠ এলো
ফলের সুবাস নিয়ে,
মামা আসবে মোদের বাড়ি
আম কাঁঠাল নিয়ে।
নানা ভাই বলছে মোদের
লিচু দিবে এনে,
করবো মোরা অনেক মজা
ঘুরবো সারা গেরাম জুড়ে।
জ্যৈষ্ঠ মাসে পাকা ফলে
গাছে থাকে ভরা ফল,
পাকা ফল খাবো মোরা
উঠবো গাছে গাছে।
পাকা ফল পারব মোরা
ফলের গন্ধ বুঝে,
ফলের গন্ধে মন ভরেছে
গাইছে পাখি গান।
গাছের ডালে নাচছে পাখি
গাইছে কত রঙের গান,
নাই তাদের এখন আর
কোন রাগ অভিমান।
তাইতো তারা গাইছে এখন
প্রাণ খুলে গান।।।