কালবৈশাখী ঝড়
মোঃ আব্দুল জলিল


আমরা তো ভাই গরিব মানুষ
ভাঙ্গা মোদের কুঁড়েঘর,
বৈশাখ এলেই ভয় লাগে
কাঁপে মুদের অন্তর।


কখন জানি ভাঙে মুদের
বসত বাড়ি ঘর,
বৈশাখ এলেই মনের মাঝে
লাগে যেন অনেক ডর।


থাকি মুরা ভয়ে ভয়ে
কখন জানি কি হয়,
কালবৈশাখী ঝড় এসে
কখন জানি ভাঙ্গে মোদের ঘর।


দেখে না সে কে আপন
কে বা তার পর,
দেখে না সে ধনী গরিব
ভাবেনা সে আর কিছু।


এক নিমিষেই ভেঙ্গে দেয় সে
ভাবছেনা আর কিছু,
কালবৈশাখী ঝড় তুমি
এতটাই নিষ্ঠুর তুমি।


দেখো না তুমি গরিব দুঃখী
দেখো না এতিম শিশু,
এক নিমিষেই ভেঙ্গে দাও
তুমি সব কিছু।।।