মেঘ বালিকা
মোঃ আব্দুল জলিল

ওই দূর আকাশের তারা গুলি
জ্বলছে ঝিকিমিকি,
মেঘ বালিকা বলছে
তুমি হাসছো মিটি মিটি।

চাঁদের সাথে থাকি আমি
চাঁদের আলোয় জুড়ে,
চাঁদ মামা এতই ভালো
যায়নি আমায় ভুলে।

চাঁদ মামা বলছে আমায়
বাচবো যতদিন,
তোমায় আলো দেবো আমি
থাকবো যতদিন।

তুমি তো মেঘ বালিকা
আসো মেঘের সাথে,
কিছুক্ষণ থাকো তুমি
বৃষ্টি পাতে ভেসে।

জ্বরের সাথে আসো তুমি
ঝড়ের গতি বেশে,
এক নিমিষেই ভেঙ্গে দেও
দেখনা আর ঘুরে পিছে।

বেশে যায় সব কিছু
দেখনা আর পিছে,
তোমার শক্তি দেখাও তুমি
বলছো এসব কিছুই মিছে।।