ওরে খোকন ফিরে আয়
   মোঃ আব্দুল জলিল


খোকন খোকন ডাক পাড়ি
খোকন যাচ্ছে কার বাড়ি,
ওরে খোকন ফিরে আয়
তাড়াতাড়ি ঘরে আয়।


ঐ আকাশে দেখা যায়
কালো মেঘের সাজ,
বৃষ্টি আসবে যেপে
ঝড় তুফান আসবে
কি আর মেপে।


ওরে খোকন ফিরে আয়
বৃষ্টি বাদল বুঝি আসবে ওই,
খোকন তুই রইলি কই।
ওরে খোকন ফিরে আয়
দুধ ভাত খাবি আয়,
তাড়াতাড়ি ঘরে আয়।


ঘুরিস না আর বোন বাদারে
ভাঙ্গিস না আর পাখির বাসা,
অনেক কষ্ট করে তারা
বানায় ছোট্ট একটা বাসা।।।