শীতের সকালে সূর্যমামা
      মোঃ আব্দুল জলিল


শীতের সকালে শীতল হাওয়া
শীত লেগেছে গায়ে,
সূর্যমামা কোথায় রইলে
তুমি আমায় ভুলে।
ডাকছি তোমায় আমি
তুমি কি রইলে শুয়ে,
বারো ঘন্টা ঘুমিয়ে তুমি
ওঠো না কেন ভোর সকালে।
শীতকালে কেন তুমি
হয়ে যাও এত অলস,
অলস ভেঙে উঠো তুমি
ভয় পাও তুমি কিসে।
ভয়-ভীতি দূরে রেখে
ওঠো তুমি মিষ্টি রোদ নিয়ে,
পূর্ব আকাশে সূর্যমামা
উঠছে যেন মুচকি হেসে হেসে।
সূর্য মামা উঠছে যেন
লজ্জায় লাল হয়ে।।।