সূর্য মামার একি হলো
মোঃ আব্দুল জলিল


রাতের কালো দিনের আলো
দেশটা মোদের একি হলো,
সূর্যের তাপ বেড়ে গেল
দেশটা হলো এলোমেলো।


সূর্য মামার একি হলো
সূর্যের তাপ বাড়িয়ে দিল,
সূর্যের তাপে পুড়ছে মানুষ
বসছে গাছের তলে।


জল ঢাললেও গরম লাগে
শরীল শুধু জলে,
গরম হাওয়া লাগে গায়ে
শরীল শুধু গামে।


গরমে এখন লজ্জা শরম
সবকিছুই গিয়েছি যেন ভুলে,
খালি গায়ে ঘুরছি এখন
লজ্জা শরম ভুলে।।।