ভবের মায়া
মোঃ আব্দুল জলিল


এই পৃথিবী দেখতে সুন্দর
সুন্দর পৃথিবীর আলো,
এই পৃথিবীর মানুষগুলো
নয়তো এতটা ভালো।


সূর্যের আলোয় ছুটছে মানুষ
খুচ্ছে জীবনের আলো,
সুখের আলো খুঁজতে গিয়ে
জীবন হলো কালো।


টাকা পয়সা সবই হলো
মনটা নেই ভালো,
টাকা পয়সায় সুখ দেয় না
জীবন আধার কালো।


দেখছিনা আর পথ শিশু
খুঁজছি জীবনের আলো,
দেখছি না আর গরিব দুঃখী
কার জীবনে কিবা হলো।


এই জীবনে সুখের জন্য
করছি কত কিছু,
শেষ বয়সে দেখছি আমি,
আমার চেয়ে ভালো আছে
ওই পথ শিশু।


সন্তান আমার ভালোই আছে
ছুটছে টাকার পিছে,
এতকিছু করলাম আমি
এখন দেখি সব কিছুই মিছে।


ভেবেছিলাম শেষ বয়সে
পাব একটু খানি সুখ,
এখন দেখি সবাই মিলে
ভেঙেছে আমার বুক।


এখন দেখি সবাই আমার
ছেড়ে দিয়েছে পিছু,
এখন বসে ভাবছি আমি
এই ভবের মায়া,
সব কিছুই মিছে।।