আবর্তের মধ্য সাঁতার কাটছি,
    কখনও এগোচ্ছি, কখনও পিচচ্ছি !
    দেখলে মনে হবে কত কিছু করছি !!
    আসলে কিছু নয়, নিজেকে ব্যাস্ত রেখেছি।


    সময় বহে চলেছে............
    জানার নাম জীবন;
    তাঁরই খোঁজে আজকে এতদূরে।
    চেনা মুখ অচেনা হয়
    অচেনা ধরা দিয়ে কাছে আসে !
    মুখে তাঁর দেখতে পাই
    সংকল্পের গভীর রেখা।
    অন্তর আত্মাকে কাঁপিয়ে দেয়
    আবার ঘুমিয়ে পড়ি !


    ঈশ্বরকে মনে মনে ধন্যবাদ দিয়ে থাকি
    এখনও বেঁচে আছি বলে !
    গভীর ভাবে শ্বাস নিয়ে,
    সব কিছুকে পর্যবেক্ষণ করি।
    নিজেকে দেখার চেষ্টা করি
    অবশ্যই মনের আয়নায় !
    বিদায় বেলায় তাঁকে বলি
    ভাল থেকো বন্ধু আমার।।