আলস্যে দিন কাটছে শুকিয়ে যাচ্ছে শরীর,
    চাকরি নেই, নিরাপত্তা নেই, ভবিষ্যৎ নেই
    তাতে তোর কি রে শালা ?  
    গণতন্ত্র আছে, দলতন্ত্র আছে
    রাজ্যসভা আছে, লোকসভা আছে।
    খালি সুযোগ বুঝে পাশ করিয়ে নাও !


    চাপিয়ে দাও জনগণের উপর,
    তাতেই বাজিমাৎ !
    বেচারা জনগণ-গাধার বাচ্ছা;
    সারাটা জীবন খালি বয়ে বেড়াবার জন্য জন্মেছে !
    অপূর্ব গণতন্ত্র !!
    
    ভোট আসে ভোট যায়,
    প্রতিশ্রুতির বন্যা বয় !
    কেউ লটারির টিকিট পায়,
    রাজ সিংহাসনে আসীন হয়ে হুকুম করে-
    কই বান্দা হ্যায় ? জি।
    বান্দা জনগণ হাজির।