অনেক কথা প্রকাশ পায়,
    অনেক অপ্রকাশ্য কথা লুকানো থাকে।
    সময় হলেই বের হয়ে কিস্তি মাত করে !
    জীবন চলে নিজের গতিতে,
    তাঁকে আটকাবে কে ?
    শুধু অভিমুখ পরিবর্তন করা যায়।


    লড়াই করে জীবন রক্ষা করতে হয়,
    তাতে যদি জীবনই চলে যায় !
    সে জীবনের লাভ কি ?
    প্রশ্নটা জটিল,উত্তরটা ততোধিক !
    আমরা সহজ থেকে ধীরে ধীরে,
    জটিলের গর্ভে হারিয়ে যাচ্ছি !
    পূর্ণিমার চাঁদকে মেঘ ঢেকে দিয়েছে;
    আলো পাবে কোথায় ?
    কমিউনিকেশনকে প্রকাশ্য রাজপথে
    খুন করা হল।
    বিচার চেয়ে লাভ কি ?