গ্রীস্মের দুপুরে প্রাণ হু হু করে,
                   শুধু তোমায় মনে পরে !
    কালো এলায়িত চুল,
                    যেন অমাবস্যার রাত্রি !
    সব মিলেমিশে একাকার-
                    এ আনন্দ ভাগ করে নেব আমি,তুমি,সবাই।
    গ্রীস্মের দাবদাহে যখন শরীর মন ক্লান্ত-
                     তুমি এসে পথ দেখাও !


    কখনও আম কাঠালের বনে,
                      কখনো তোমার চির সবুজ কোলে !!
    যেখানে আকাশ মাটিকে চুম্বন করে ঠিক সেইখানে,
                       তোমাকে পাবার আনন্দে মন কথা বলে।
    হারিয়ে যাওয়া সময়কে হয়তো
                        কিছুক্ষনের জন্য খুঁজে পায়।
    আবার বিচ্ছেদ বেদনা হয়তো চিরতরে............।।