তুমি হারিয়ে যাওয়া সোনালী দিন,
                    তুমি প্রেমে পরা যুগলের ফেলে আসা দিন।
    তুমি মন নিংড়ে ফেলা ব্যাথার অবসান;
                     তুমি অষ্টাদশী নারীর পরশ সম যৌবন কর দান।
    তুমি বিপ্লবীকে অগ্নিমন্ত্রে দাও দীক্ষা,
                      তুমি শ্যামলিমা তাই তোমাতেই কর রক্ষা।
   তুমি আছ তাই জীবনের জয়গান গাই,
                        তুমি আছ তাই সম্পর্কের পিছনে ধাই !


    তুমি আছ তাই প্রাণে প্রাণে জাগে শান্তি,
                         তুমি নাই তাই সর্বত্র দেখি অশান্তি !
    তুমি জীবনকে ভালবাস তাই সে মহৎ,
                          তুমি ছাড়া জীবন বৃথা যতই হোক সৎ !
    তুমি অন্তরে থেকে কি মাধুর্য করেছ দান,
                           তুমি তোমারই অমৃত কর পান।।