ওরে ওরা মরে মরুক
গোষ্ঠীশুদ্ধ মরুক
ওদের নেই কোনো অধিকার
বেঁচে থাকারও অধিকার
পাকিস্তান আলবদর আলসামস রাজাকার
ওরা মরুক।


আমাদের নেই কোনো দোষ
তবুও মারলো ত্রিশ লক্ষ মানুষ
ওরা মানুষ নয় অমানুষ
নেই বিবেক বুদ্ধি বিদ্যুষ।


আমার এই শান্তির দেশে
ওরা আসে ছদ্মবেশে
রাতারাতি করে গুম
কেড়ে নিল শান্তির ঘুম।


সবুজ শ্যামলীমার দেশ
আমার এই বাংলাদেশ
গঙ্গা পদ্মা আর তিতাসে
ওরা ভরে দিল লাশে।


ওরা বানালো মড়ার হাট
যত্র তত্র শশ্মান ঘাট
ওরে ওরা মরুক
গোষ্ঠীশুদ্ধ মরুক -
অভিশাপ এক সন্তান হারা মার
ওদের বেঁচে থাকার নেই অধিকার।


রচনাকাল 30/01/2013