রাখালের বাঁশি মধুর সুরে
বাজে মাঠে দুর অদুরে।
ধেনু চরে মনের সুখে
হাল ধরে মাঝি নদীর বাকে
আকাশে ডানা মেলেে
উড়ে পাখি দলে দলে
বাঁশির সুরে গানের তালে
নেচে ওঠে শিশু মায়ের কোলে
শ্যামা মেয়ে নদীর ঘাঠে
কচির মেলা বাটে বাটে
বিয়ে বাড়ি বাঁশির সুরে
কাঁদে স্বজন গলা ধরে
বাঁশির সুরে কার্তিক মাসে
কার্তিক সাজে মধুর সাজে
তেরো পার্বণ বারো মাসে
বছর ঘুরে আবার আসে।।


                                                      রচনাকাল - ১১-০৩-২০০৯