বিজ্ঞানের জয়
          রিপন রায়


আমি তোমাকে বলি নতুন জীবন
তোমার পদার্পণে ঘুচেছে অচেতন ।।
শুচিতা কাকে বলে??
শিখে গেছি যে আজ তার সবটুকুই
গাদা গাদা বইয়ের পাতায় হয়নি পূর্ণ শিক্ষা
গুরুজনেরে পদে পদে করেছি যত অবহেলা ।।
অর্থ বিত্তের অহংকারে স্নেহ প্রীতি ভুলে গেছি
হারায় ফেলেছি মানুষের প্রতি প্রেম মহত্ত্ব ।
মনুষ্য সৃষ্ট ধর্ম সংস্কৃতি কুসংস্কারে পরিপূরক
মানবতার ভেল লুকায়িত বিদর্ভ নগরে ।।
অজস্র শ্রমে গড়া এ স্বর্গীয় উদ্যান
আনন্দ অশ্রুটোকুও ঢেকে গেছে আবর্জনায়।


তোমার পদার্পণে চিনেছি আমি ভগবানের দূত
দেখেছি কল্কি অবতারের বিশ্ব ব্রহ্মাণ্ড রূপ ।
ধুয়ে মুছে বসুমতী করে দিলে ছাপ
মানুষ মানুষের জন্য এ কথাই রইলো-থাক
ক্রান্তিলগ্নে যে যতটা পেরেছে বাড়িয়েছে  সাহায্যের হাত
মন্দির-মসজিদ-গির্জা-কিংবা-প্যাগোডা নয়
অদৃশ্যের আড়ালে করে দিলে তুমি বিজ্ঞানের জয়।


রচনাকাল:: ২৩/০৪/২০২০