সখি বলোনা আর কতকাল-
                   রইবো একা!
আর কতকাল রইবো একা
তোমার অপেক্ষায় পথ চেয়ে।
বসন্তে এসেছে কুঞ্জে কুঞ্জে
ছেয়ে গেছে হরেক রকমের ফুলে
অবিশ্রান্ত কোকিল গেয়ে যায় গান
                       প্রেমের আহ্বানে,
তোমার স্পর্শে জুড়াক এ মন প্রাণ।।


সখি তুমি কি বোঝনা
এ প্রণের কথা এ প্রাণের ব্যাথা!
শত আঘাত কলঙ্ক মাথায় লয়ে
আছে এ হৃদয় তোমারই হয়ে
দুটি প্রাণ এক হয়ে আছে গাথা।।


সখি তুমি যতই করো আঘাত
              সকলি সইবো আমি
ছাড়বো না তোমার ঐ দুটি হাত।
একটু অদেখা, একটু কাছে না আসা
মনে হয় হাজার যুগের তফাৎ।


তুমি সখি না আসো যদি
চোখের জলে ভাসাবো নদী
যায় যাক প্রাণটা ‍যদি যায়।
                  তবু যেন প্রাননাথ-
তোমার একবার দেখা পাই
তুমি কৃষ্ণ আমি যে তোমার রাই।
ভক্তি কুলের ভক্ত আমি
               তুমি কৃষ্ণ অন্তর্জামি
পরজনমে তোমায় আমি চাই।।
সখি বলোনা সখি এসে বলোনা
                        সখি চলোনা-
সখি চলোনা এবার জলসা ঘরে যাই।।


রচনাকাল : ১০/০৩/২০১৯
রচনার সময় : ১১ : ৪২ মিনিট (রাত) > যশোর বেজপাড়া।
প্রকাশকাল :১৯/০৩/২০১৯ > যশোর বেজপাড়া।


(উৎসর্গ করা হলো আঁখি নামের ছোট বোনটিকে)