ক্ষমা প্রার্থনা
রিপন রায়


স্যার সবেমাত্র বাঙালি আমি
না-বুঝি বাঙলার যত আচরণ বিধি
অপরাধ না নেবেন মনে
যত ভুল ক্রটি আছে মোর চরণে
মার্জনা করবেন ভুলের সমারোহ
ক্ষমা দৃষ্টি নয়নে।
আমি ছোট্ট কাচা শিশু
কবিতার নাহি বুঝি কিছু
তবুও লিখি দু-দশ লাইন
কখন কবে হাতে খড়ি
কবিতা লেখার নেশায় পড়ি
আমি রবি-নজরুল-মধু নই গাইন।
আমি বুঝিনা ছন্দ
হৃদয়ের গহিনে অন্ধ
না বুঝি কবিতার ভাব সাব
মোর ঘটে আছে যা
এক মনে লিখি তা
হলেও হতে পারে
গল্পো নয় কবিতা


স্যার,
লেখার কথা লিখি
লিখে লিখে শিখি
যতি চিহ্ন ব্যাবহারে নির্গুণ
আকাশের সীমারেখা
সমুদ্রের তটরেখা
যোগ-বিয়োগ-ভাগ না পারি গুণ।


জানি পড়তে কষ্ট হবে
বানান ভুল-যতি লোপ-শব্দ জঠ-
নয়ত বা গুরুচন্ডালী দোষে
লিখেছি অনেক কষ্টে শিষ্টে
পড়ুুু–ন না স্যার আর একটু
দয়া করে ধৈর্য সহকারে।


রচনাকাল : ০৫/০৮/২০১৪